মাদারীপুর প্রতিনিধিঃ কিছু দুষ্কৃতকারীদের সাথে ছাত্রজনতার সংঘর্ষে রাজপথের অগ্নি কন্যা, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে পরিকল্পিত ভাবে জড়িয়ে তার পদ স্থগিত করার প্রতিবাদ ও অনতিবিলম্বে তাকে স্বপদে বহাল করার দাবিতে মাদারীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান এর নেতৃত্বে মাদারীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় মাদারীপুরে ঢালা বরিশাল মহাসড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা সরোয়ার হোসেন হাওলাদার, মোঃ আবুল হোসেন, কাজী জাকির হোসেন, মোঃ কামাল চৌকিদার, মোঃ সেলিম শিকদার, মোঃ শাহাবুল শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর, রাসেল ফরাজীসহ মাদারীপুর সদর উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।