পিরোজপুর: প্রাণিসম্পদ অধিদপ্তর দুধের টেকসই উৎপাদন নিশ্চিত করতে গবাদীপশুর জাত উন্নয়ন, দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার ব্যবস্থা জোরদার এবং মান উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।
মন্ত্রী বলেছেন, এখানে যারা শিক্ষক আছেন , যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের বাচ্চাদেরকে মুক্ত জীবন দিন। আমাদের বাচ্চাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করুন। তাদেরকে স্বপ্ন দেখান যে তারা যাতে অনেক বড় হতে পারে।
মন্ত্রী শুক্রবার নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের School Milk Feeding কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকদের কাছে যে বাচ্চারা পড়ে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই মনে হয় তার কাছে তার সন্তান। ফুলের মত নিষ্পাপ বাচ্চারা আপনাদের স্নেহের ভালোবাসায় বেড়ে ওঠে। ওরা যেন একদিন স্বপে¦র বাস্তবায়ন করতে পারে। আপানারা যেনো গর্ব করে বলতে পারেন এই বাচ্চাটা আমার ছাত্র ছিলো। আশা করি আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। আপনারা একটি পবিত্র পেশায় আছে। এটা একটা মহান পেশা। এই মহান পেশা যেনো আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হয়।
মন্ত্রী আরও বলেন, কোমলমতি বাচ্চাদের মেধা বিকাশ ঘটাতে হলে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। দুধের চেয়ে ভালো কোন খাবার নেই। পুষ্টি যত প্রকার আছে সকল উপাদান দুধে আছে। পাশাপাশি ডিম , মাংস , মাছ এ গুলোকে খাওয়াতে অভ্যস্ত করতে হবে। যাতে আমিষের চাহিদা বেড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পুষ্টিকর খাবার খেলে ওদেও স্বাস্থ্য বেড়ে ওঠবে। মেধার বিকাশ হবে। সেই লক্ষ নিয়ে আমরা কর্মসূচি নিয়েছি যে পর্যায়ক্রমে বাংলাদেশে সমস্ত শিশুদের আমরা এভাবে ভালো দুধ খাওয়াবো। আমরা যদি কোমলমতি বাচ্চাদের সুষম খাদ্য না দেই, এদের পুষ্টিকর খাবার না দেই তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সে লক্ষ নিয়ে আমরা কাজ করছি। মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ হচ্ছে একটি আদর্শ জাতি গড়ে তোলা। সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের সেই ভবিষ্যৎকে পরিপূর্ণভাবে উপযুক্ত হিসেবে গড়ে তোলা। এর পর মন্ত্রী পিরোজপুর সদরে ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
নাগরিক ভাবনা/এইচএসএস