মোঃ হাফিজুর রহমান (ফকিরহাট) বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী থানা দায়িত্বশীল কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টাই বাগেরহাট জেলা শহরের দশানি জেলা শিবিরের নিজস্ব কার্যালয়ে এ দিনব্যাপী থানা দায়িত্বশীল কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন বাগেরহাট জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা সভাপতি নাজমুল হাসান সাঈফ এর সভাপতিত্বে ও বাগেরহাট জেলা সেক্রেটারি হাফেজ মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মাঞ্জারুল হক রাহাত, খুলনা মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আ:আওয়াল বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আরিফ শেখ, ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি এডভোকেট তাজমুল হাসান।