পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়কে সভাপতি, পিরোজপুর খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ মোঃ রহমত আলী সাগরকে সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসানুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন লাভ করেছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরীর সুপারিশক্রমে সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা গঠনতন্ত্র মোতাবেক এ কমিটি এডহক ভিত্তিতে অনুমোদন করেন।
নবগঠিত জেলা কমিটির সভাপতি সুব্রত রায় জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এদেশের পেশাগত সংগঠনের মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন। স্বাধীন বাংলাদেশে অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা জাতীয়করণসহ শিক্ষকদের সকল ন্যায্য দাবি-দাওয়া আদায়ের একমাত্র বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিই শিক্ষকদের পাশে ছিল, আছে এবং থাকবে
Leave a Reply