জেষ্ঠ্য প্রতিবেদকঃ বেষম্য-শোষন-দুনীতিমুক্ত সমৃদ্ধ ও সমতাভিত্তিক দেশ গড়তে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)র ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরোজপুরে র্যালী ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ।
আজ রবিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে বিলাশ চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ডাক্তার তপন বসু, পিরোজপুর জেলা কমিটির সম্পাদকীয় মন্ডলির সদস্য লুৎফর রহমান, পিরোজপুর জেলা কমিটির সম্পাদকীয় মন্ডলির সদস্য স্বপন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সহ-সম্পাদক বাহাদুর হোসেন, কমিউনিস্ট পার্টির কাউখালী উপজেলা সাধারন সম্পাদক কৃষ্ণ লাল গুহো, অ্যাডভোকেট দিলিপ কুমার পাইক প্রমূখ।
বক্তারা সকল মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে ও সকলকে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পতাকা তলে সমবেত হওয়ার এবং অর্থনৈতিক-সামাজিক রাজনৈতিক দুবৃত্তদের পরাস্ত করে জনগনের স্বার্থের রাজনীতিকে বিজয়ী করার আহবান জানান।
Leave a Reply