মহব্বত আলী, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধু পরিষদ লালপুর উপজেলা শাখার গোপালপুরস্থ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি তাহাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কিশোর পাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুল আলম, সহ প্রচার সম্পাদক মীর আব্দুল মান্নান, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গাজিয়ার রহমান, ওয়ালিয়া ইউনিয়ন যুব লীগের সহ সভাপতি সাইদুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।