মোঃ আতিকুর রহমান রোজেন, ফেনীঃ ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার আনুমানিক রাত দেড়টার দিকে সদর উপজেলার কাজিরবাগ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেন।
সেনাবাহিনী জানায়, গত ০৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর সশস্ত্র হামলায় অভিযুক্ত সন্ত্রাসী জিয়া উদ্দীন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণা দে (৪০) কে ফেনী সদরের ৫নং কাজিরবাগ ইউনিয়নের মাদকদ্রব্যসহ পাওয়া যায়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শহরের শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিন হাসানের (২৫) কাছ থেকে নিকট ০১টি শটগান ব্যারেল ও শটগানের সরঞ্জামাদি, ৩৭ রাউন্ড শটগান এ্যামোনিশন, ০১টি এয়ারগান এবং ০১টি হাতকড়া উদ্ধার করা হয়।সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নীতে গ্রেফতারকৃত ব্যাক্তি, উদ্ধারকৃত অস্ত্র সহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
মেজর ফাহিম জানান, জেলায় নিরীহ ছাত্র-জনতার উপর আক্রমনকারী সকল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।