মশি উদ দৌলা রুবেল: ফেনীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা আন্দলোনকারীরা।মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।এই সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাবি সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন,প্রশাসন জবাব চাই কোটা না মেধা, মেধা মেধা মুক্তিযুদ্ধের চেতনা,রাষ্ট্র কারও বাপের না এমন অনেকগুলো স্লোগান দিতে থাকেন।
এতে শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এর দেড় ঘণ্টা পর পুলিশের অনুরোধে রেললাইন থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।এর আগে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থী রেদোয়ান হাবিব বলেন,কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।সাহেদুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন,পুলিশ বারবার আমাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।এমন শান্তিপূর্ণ কর্মসূচিতেও এই বাধা দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না।এই ব্যাপারে ফেনী মডেল থানা ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন,শিক্ষার্থীরা রেলপথে দাঁড়ানোর খবর পেয়ে পুলিশও সেখানে গিয়ে অবস্থান নেয়।এই পর্যায়ে রেল ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করে।এর মধ্যে আন্দোলনকারীরাও কর্মসূচি শেষ করে।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও খবর...