আবুল হাসনাত রিন্টু, ফেনী: ফেনীতে ১২৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক র্যাব-৭ সদস্যরা। শনিবার (০৬ মার্চ ) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরিকে আটক করে ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খাজুরিয়া গ্রামের মো. তরিকুলের ছেলে মো. সাগর আলী (২৬) ও নড়াইলের লোহাগড়া উপজেলার চরকাল্লা গ্রামের মৃত কাজী আনোয়ার হোসেনের ছেলে মো. হানিফ (২৪)।
আটকৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার এবং লরিটি জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ২৩ হাজার টাকা।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, উদ্ধার ফেনসিডিলসহ লরিটি এবং আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাগরিক ভাবনা/এইচএসএস