মশি উদ দৌলা রুবেল: ফেনীতে টনসিল অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ওয়ানস্টপস মেটারনিটি ক্লিনিক নামের একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।তার নাম মো.নিশান।
টনসিল অপারেশনের জন্য হাসপাতালে তাকে ভর্তি করা হয়। নিশান নোয়াখালীর সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের দুবাই প্রবাসী শহিদ উল্লাহর ছেলে।ছেলের অসুস্থতার খবর শুনে কিছু দিন আগে দুবাই থেকে বাংলাদেশে আসেন নিশানের বাবা।
হাসপাতালে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অপারেশন করেন ওই হাসপাতালের সার্জারি সার্জন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের নাক-কান বিশেষজ্ঞ ডা.কিশোর কুমার হাওলাদার।
অপারেশনের আগে শিশু নিশানের শরীরে চেতনানাশক ইনজেকশন (এনেস্থিসিয়া) প্রয়োগ করেন হাসপাতালের মালিক মেডিসিন বিশেষজ্ঞ ডা.নাজমুল হক ভূইয়া।অপারেশন সম্পন্ন হওয়ার পর শিশুটির জ্ঞান না ফেরায় উদ্বেগ প্রকাশ করে শিশু নিশানের পরিবার।রাত ৩টার দিকে শিশু নিশানের অবস্থার অবনতি দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ছোটাছুটি করতে থাকে।
রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরিবারকে জানায়,উন্নত চিকিৎসার জন্য শিশু নিশানকে ঢাকা অথবা কুমিল্লা নিয়ে যেতে হবে।পরে শিশুটির পরিবার শিশু নিশানকে কুমিল্লার মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিশানের আগেই মৃত্যু হয়েছে বলে জানান।নিশানের বাবা ও নানির দাবি,হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে তার।
ডা.কিশোর কুমার হাওলাদর বলেন,তার চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। অপারেশনের পর শিশুটির জ্ঞান ফেরেনি।যে চিকিৎসক এনেস্থিসিয়া দিয়েছেন ওনার ত্রুটি থাকতে পারে।
এদিকে এনেস্থিসিয়া দেওয়া চিকিৎসক ও হাসপাতাল মালিক নাজমুল হক ভূইয়া বলেন,আমি মেডিসিনের ডাক্তার হলেও এনেস্থিসিয়ার ওপর প্রশিক্ষণ নিয়েছি।এখানে কোনো ভুল ছিল না।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,অভিযোগ পেলে মামলা নিয়ে ব্যবস্থা নেব।