রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২য় ধাপে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।
কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের আয়শা চাউল কলের চাতালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় প্রথম ধাপে ৫টি প্রতিষ্ঠানে ৬৫ জোড়া বিতরণ করা হয়েছে এবং বুধবার (২৯ মার্চ) ২য় ধাপে ১৬টি প্রতিষ্ঠানে ২০০জোড়া বিতরণ করা হয়। উপজেলায় মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৬৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, জাইকার উপজেলা প্রতিনিধি অরবিন্দু, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রমুখ।