ফকিরহাটে সাংবাদিক সৈয়দ আলীর বড় ভাইয়ের ইন্তেকাল
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সাংবাদিক শেখ সৈয়দ আলীর বড় ভাই মাদ্র্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ ইশারাত আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বৎসর। তিনি মুত্যকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার পারিবার জানান, গত শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফকিরহাটের আট্টাকী গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। এদিন রাত ৯টার দিকে ফকিরহাট মডেল মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিত কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দীর্ঘদিন যাবৎ তিনি নানা রোগে ভুগছিলেন। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন-মাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুম শেখ ইশারাত আলী ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের শেখ ইউসুব আলীর ছেলে। তিনি ফকিরহাট কারামাতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক হিসাব রক্ষক এবং ফকিরহাট মডেল মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক সময়ের খবরের ফকিরহাট প্রতিনিধি শেখ সৈয়দ আলীর বড় ভাই। তাঁর মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন এবং ফকিরহাট প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। #