ফকিরহাটে বৈষম্য রোধে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
সর্বশেষ পরিমার্জন:
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
১৬
বার পঠিত
»»»»» মোঃ হাফিজুর রহমান .ফকিরহাট (বাগেরহাট) »»»»»
বাগেরহাটের ফকিরহাটে বেসরকারি শিক্ষকদের বৈষম্য রোধে ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে- মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফকিরহাট বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার নামক ব্যানারে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
মানববন্ধন ও স্মারকলিপি পেশ করতে আসা শিক্ষকরা জানান, সরকারি ও বেসরকারি শিক্ষায় আকাশ পাতাল বৈষম্য রয়েছে। বেসরকারি শিক্ষকগণ মাসে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পায়, উৎসব ভাতা বা বোনাস পায় সরকারি শিক্ষকদের বোনাসের চার ভাগের এক ভাগ। সব ক্ষেত্রেই এরকম বৈষম্য রয়েছে। শিক্ষায় এসব বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করেছেন শিক্ষকেরা।
মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচীর সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ফকির। এসময় বক্তব্য দেন প্রাক্তন প্রধান শিক্ষক মল্লিক আব্দুল সত্তার, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, মাদ্রাসা সুপার মো. মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র হীরা, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক মো. মোতালেব হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।