মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে গাঁজাসহ এক মাদক-কারবারীকে গ্রেপ্তার করেছে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার একটি দল।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আতাউর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার মাসকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক-কারবারী আমিনুর শেখ কে গ্রেপ্তার করে। এ সময় তার শরীল তল্লাশী করে ৩০০গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদককারবারী আমিনুর শেখ মাসকাটা গ্রামের হানিফ শেখের ছেলে। গ্রেপ্তারকৃত আসামীকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামী কে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসরাফুল আলম বলেন ফকিরহাট উপজেলা কে মাদক মুক্ত করার জন্য আমাদের অভিযান চলছে এবং চলবে ফকিরহাট উপজেলা কে মাদক মুক্ত করে ছাড়বো!