মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী) : দেশজুড়ে চলমান সহিসংতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে চাটখিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাধারন শিক্ষার্থীদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঘোষণা দেওয়া হয় চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ স্বেচ্ছায় জমা দিলে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না। ঘোষণার একদিন পর শুক্রবার (০৯ আগস্ট) সকালে উপজেলার নোয়াখলা ইউনিয়নের জীবনগর গ্রামের মুন্সি বাড়ির মো. মিরাজুর রহমান, থানায় দায়িত্বরত আনসারের হাবিলদার মো. আরিফুর রহমানের কাছে স্বেচ্ছায় ১২০ রাউন্ড বুলেট জমা দেয়। এসময় আনসার সদস্যরা তাকে অভিনন্দন জানান। মিরাজুর রহমান জানান, তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে জানতে পারেন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় লুট হওয়া অস্ত্র বা গোলাবারুদ জমা দিলে কোন মামলা হবে না, ক্ষমা করে দেওয়া হবে। সেজন্য তিনি স্বেচ্ছায় তার হেফাজতে থাকা ১২০ পিছ বুলেট স্বেচ্ছাসেবী সদস্য গোলাপ হোসেন ফরহাদ ও মেহেদী হাসানের সহযোগিতায় থানায় আনসার সদস্যদের কাছে জমা দিয়েছেন।
আরও খবর...