1. smborhan.elite@gmail.com : Borhan Uddin : Borhan Uddin
  2. arroy2103777@gmail.com : Amrito Roy : Amrito Roy
  3. news.rifan@gmail.com : admin :
  4. holysiamsrabon@gmail.com : Siam Srabon : Siam Srabon
  5. mdr028999@gmail.com : Rayhan : Md Rayhan
প্রশাসনের কঠোর নজরদারিতে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকা!! - The NAGORIK VABNA
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
বিশেষ ঘোষণা
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি/সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা শীঘ্রই নির্দেশনাবলী পড়ে আবেদন করুন অথবা 09602111973 বা 01915-708187 নাম্বারে যোগাযোগ করুন...
আজকের শিরোনাম :
সদরপুরে মা ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা নাগরিক ভাবনা সহ সম্পাদকের সঙ্গে প্রতিনিধিদের সৌজন্য স্বাক্ষাত বিস্ফোরক ও হত্যা মামলার আসামী ছেড়ে দেয়ার ঘটনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ প্রত্যাহার মাদারগঞ্জে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ঐতিহাসিক লোহাগাড়ার  চুনতির সীরাতুন্নবী (স:) মাহফিল এর আজ সমাপনি দিবস শিক্ষকদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারে  মতবিনিময় সভা অনুষ্ঠিত ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ রানের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় শত বছরের গাছ কাটার অভিযোগ নবাগত জেলা প্রশাসকের সাথে ফকিরহাট উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময়

প্রশাসনের কঠোর নজরদারিতে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকা!!

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

»»»»» »»»»»

বিপ্লব সাহা: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা তথা নগরজুড়ে চলছে প্রশাসন কর্তৃক কঠোর নিরাপত্তা ও নজর দাড়ি ।

মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে ছোটখাটো যানবাহন ও রিক্সা থেকে সন্দেহজনক ব্যক্তিদের নামিয়ে দেহ তল্লাশি করছে পুলিশ। গতকাল গভীর রাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করলেও বিশেষ কাজে কিছু মোটরসাইকেল চলতে দেখা গেছে শহরজুড়ে। এগুলো ব্যবহারিত হচ্ছে অতি জরুরি ও প্রশাসনিক কর্মকান্ডে। সাথে নগর জুড়ে টহলরত অবস্থায় রয়েছে ১১ প্লাটুন বিজিবি।

এদিকে খুলনার র‍্যাব ৬ এর অধিনায়ক আজ সকাল ১১ টায় র‍্যাব ৬ এর নিজস্ব কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলেছে খুলনার সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠ সুন্দরভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে কোন অপ্রীতিকর ঘটনা কে আশ্রয় প্রশ্রয় না দিয়ে আমরা সজাগ দৃষ্টির মধ্য দিয়ে অভিযান চালিয়ে যাব সেই ক্ষেত্রে আমার বাহিনীদের সকল দিকনির্দেশনা দিয়েছি। এবং কারা কোথায় কখন অবস্থান করবে সে ব্যাপারেও তাদের অবগত করা হয়েছে।

পাশাপাশি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূইয়া জানিয়েছেন গত ১০ জুন মধ্যরাত থেকে সকল প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে।

নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে যত রকমের কঠোর পদক্ষেপ আছে তা নেওয়া হয়েছে। নিয়োজিত রাখা হয়েছে পুলিশ আনসার বিডিপি আর্মড পুলিশ যৌথ বাহিনী সাথে রয়েছে একদল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এদিকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল থেকেই প্রতিটা ভোট কেন্দ্রে ভোটগ্রহণের সকল উপকরণ পৌঁছানো হয়েছে। এবং প্রতিটি ভোটকেন্দ্রে বাইরে ও ভিতরে সিসি টিভি ক্যামেরা বসানোর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এবং ভোটগ্রহণের জন্য ইভিএম মেশিন পরিচালনা করার জন্য দক্ষ কারিগর জনবল একজন করে প্রতিটা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি আরো বলেছেন ২৮৯ টি ভোট কেন্দ্রের মধ্যে কিছু সংখ্যক কেন্দ্র রয়েছে ঝুঁকির মধ্য সে সকল কেন্দ্রগুলি আমরা ইতোমধ্য পর্যবেক্ষণ করে কঠোর নজর দাড়ির মধ্যে রেখেছি যাতে করে কোন দুষ্কৃতকারীরা এখানে এসে হট্টগোল না করতে পারে ।

রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেছেন নির্বাচন বহির্ভূত আচরণ লঙ্ঘনকারী কোন ব্যক্তি যদি নির্বাচনের ক্ষেত্রে কোন রকম আচরণ বিধি লংঘন করে সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আগামীকাল ১২ জুন ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮ টা থেকে যা বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট চলাকালীন সময়ে কেন্দ্রের ভিতরে প্রশাসনিক কর্মকর্তা নির্বাচন পরিচালনা কমিটি ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী ছাড়া বহিরাগতদের কোনক্রমে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

এবং ভোট গ্রহণ শেষে নির্ধারিত সময় খুলনা শিল্পকলা মিলনায়তন থেকে সরাসরি সকল ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও খবর...

আপনি কি লেখা পাঠাতে চান?