প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ পর্যায়ে আজ সারাদেশে প্রায় ৩৯ হাজার গৃহহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘরসহ দুই শতক ভূমি বিতরণ করেছেন।
এরই ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ কর্তৃক চতুর্থ পর্যায়ে উপজেলায় ১৩০ টি গৃহহীন পরিবারকে ২ শতক ভূমিসহ একটি সেমি পাকা ঘর দেওয়া হয়। অসহায় পরিবারের সদস্যদের মাঝে।
বুধবার সকালে উপজেলা হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘর ও জমির দালিলিক কাগজ তুলে দেন কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এই দেশে একটি লোকও গৃহহীন থাকবে না।তিনি সেই কথা বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন,
দাউদকান্দিতে আমরা এই বছর গৃহহীন মুক্ত করবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারণে দেশআজ উন্নয়নের রোল মডেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদুল ইসলাম,
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,
পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দীন রকিব, সাবেক ছাত্র নেতা বিল্লালুর রশীদ দোলন,পৌরসভা আওয়ামী যুবলীগ এর সদস্য মুরাদ চৌধুরী সুমন, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মো.খাজা প্রধান ও পৌরসভা ছাত্র লীগের সহ-সভাপতি কাউসার হোসেন বাবু প্রমুখ।
অসিম সরকার, দাউদকান্দি, কুমিল্লা।
Leave a Reply