মোঃ রিপন হোসেন, ফুলতলা (খুলনা) : খুলনা জেলার ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। পুলিশ না থাকায় ডাকাতরা অনেক দিন পর ঈদের আনন্দে ডাকাতিতে মেতেছেন। উপজেলার খান জাহান আলী থানার কে,ডি,এ আবাসিক এলাকায় ডাকাতির সময় এলাকাবাসী দুই জন কে আটক করে। তারা হল একই থানার যোগিপোল এলাকার হারুনের পুত্র শান্ত ও আজাদের পুত্র জাহাঙ্গীর, কিছু সময় পর ঐএলাকা থেকে আরও একজনকে আটক করে।এচাড়া শিরোমণি, গিলাতলা,মশিয়ালি, দামোদর,জামিয়া,গাড়া খোলা সহ প্রায় সব খানে একই অবস্থা। উপজেলা বাসি ডাকাতের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। এ ছাড়া ও প্রতিদিন রাতে এলাকায় চিন্নিত সন্ত্রাসীরা ও মাথা চাড়া দিয়ে উঠেছে । এলাকাবাসী দাবি যত দ্রুত সম্ভব থানা গুলিকে সচল করে এই ডাকাতের হাত থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন।