পিরোজপুরে জাতীয় ভিটামিন ’এ‘ প্লাস ক্যম্পেইন উদ্বোধন করেছেন সিভিল সার্জন
সর্বশেষ পরিমার্জন:
সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
৫০
বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ সারাদশের মত সোমবার (২০ ফেব্রুয়ারী ) পিরোজপুর জেলার ৭টি উপজেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জেলা হাসপাতালে।
জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানান, এ কার্যক্রমে ২টি পৌরসভা ও ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ৬-১১ মাস এবং ১২-৫৯ মাসের স্বাভাবিক ও প্রতিবন্ধী মোট ১ লাখ, ৩০ হাজার ৩৩০ জন শিশুকে নীল রংয়ের এবং লাল রংয়ের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১হাজার ৩৫৮টি টিকা কেন্দ্রে ২ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবী জেলার ৫৩টি ইউনিয়নের ১৬৫টি ওয়ার্ডে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন।
Leave a Reply