পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ছাত্রলীগ ও আন্দোলনকারী বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মুখোমুখি সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর ফিলিং স্টেশনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে জড়ো হয় আন্দোলনকারীরা। সেখানে সমাবেশ করার পর বিক্ষোভ মিছিলটি পুনরায় বাস স্ট্যান্ড থেকে সিও অফিস হয়ে মিছিলটি পুরাতন বাসষ্ট্যান্ড যাওয়ার পথে মহিলা কলেজ সম্মুখে পৌছামাত্র ছাত্রলীগের একটি মোটরসাইকেল বহরে মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীরা প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পরে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ এর অংশ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও, বিক্ষোভকারীদের সাথে কোন ধরণের সংঘর্ষ হয়নি। পরে নেতাকর্মীরা মিছিল বেড় করে ও শহরে অবস্থান নেয়। এবং আন্দোলনকারীরা পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।