নাজমুল হক মণি,নরসিংদী: নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে ৫ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া এ ঘটনা ঘটে। আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন আহতদের স্বজনরা।
আহতরা হলেন, ইসলাম পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে মিলন মিয়া (৩৫), একই গ্রামের হবি মিয়ার ছেলে আলামীন (২২), মঞ্জুরের স্ত্রী হালিমা বেগম (৪৫) ও আহত আরো দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা নরসিংদী সদর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর স্থানীয় গ্রামবাসীর মধ্যে শিয়াল আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে আহতদের স্বজন ও এলাকাবাসী ৪টি শিয়াল মেরেছেন আরও শিয়াল ধরতে ও মারতে হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে গ্রামবাসী। তাঁরা জানায়, শিয়াল দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এর আগেও শিয়ালের কামড়ে বেশ কয়েকজন নারী পুরুষ আহত হয়েছিল। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তার সহায়তা চেয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য: গত সপ্তাহে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কামারটেক ও ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামেও বেশ কিছু লোকজন কে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছেন।