নাজমুল হক মণি,নরসিংদী: নরসিংদীর পলাশে বিদ্যুৎপৃষ্ট হয়ে জয় মৃধা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত জয় মৃধা গজারিয়া ইউনিয়নের রামাইনন্দী গ্রামের ফজর আলী মৃধার ছেলে। সে এবছর পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত নয়টায় মোবাইল রির্চাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে জয় মৃধা। পরে রাতে আর সে বাসায় ফিরে আসেনি। সকালে তাকে খুঁজে না পেয়ে পলাশ থানায় জিডি করতে যান জয় মৃধার বাবা ফজর আলী মৃধা। তখন তাকে শিক্ষার্থীদের অবরোধ চলছে তাই আরো খুঁজাখুঁজির করার জন্য পরামর্শ দেয় পুলিশ। তারপরে না পেলে থানায় জিডি করার জন্য বলা হয়।
এদিকে দুপুরে প্রতিবেশি মৃত হান্নানের বাড়ির পানির ট্যাংকির নিচে জয় মৃধার মরদেহ পড়ে থাকার খবর পায় তার বাবা ফজর আলী মৃধা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাত পা ও তলপেট বিদ্যুতের শর্ট সার্কিটে পুরে যাওয়া তার মরদেহ উদ্ধার করে। এবং সেখান থেকে বিদ্যুতের ছিঁড়া কেবল জব্দ করে পুলিশ।
পলাশ থানার ওসি (তদন্ত) মো: জসিম উদ্দিন জানান, বিদ্যুস্পৃষ্টে নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।