নাজমুল হক মণি,নরসিংদী: নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের হামলায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পলাশের ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিমের ইসলাম পাড়া গ্রামের নিজ বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও যুবলীগের অফিসে এই হামলার ঘটনা ঘটে।
ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম জানান, তাঁর অনুপস্থিতিতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন যুবলীগের অফিসের ফার্নিচার আসবাবপত্র, মালামাল যেমন- নগদ টাকা,চেকবই,গুরুত্বপূর্ণ কাগজ-পত্র,এসি, টেলিভিশন, সিসি ক্যামেরা, সিসিটিভি, ফ্যান, টেবিল, চেয়ার, দরজা, জানালা, সামাসিংবল,ও বাড়ির গেইট এগুলো লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেষে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠান ও যুবলীগের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে ও আগুন জ্বালিয়ে সবকিছু পুড়িয়ে দেয়।
এই ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।