শাহাদাত হোসেন নোবেল : বাংলাদেশ নৌবাহিনীর টহল টিমের খুলনা শহরে অভিযানকালে চিহ্নিত সন্ত্রাসী ট্যাংকি শাওনের খালাতো ভাই মাদক ব্যবসায়ী মাহিমকে বয়রা মন্দির গলি রেসিডেন্সিয়াল এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
নৌবাহিনী সূত্র থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বাংলাদেশ নৌবাহিনী খুলনার একটা টহল টিম টহল দেওয়া কালে গোপন তথ্যের ভিত্তিতে এ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি মাহিম স্বীকার করে যে, সে একজন গাঁজা ব্যবসায়ী এবং তার একটি নির্ধারিত দোকান আছে। যেখান থেকে সে গাঁজা ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে সকাল সাড়ে ১০ টার সময় আটক মাহিমকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।