শাহাদাত হোসেন নোবেল, খুলনা : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজার থেকে কালা মনির নামক জনৈক চাঁদাবাজকে আটক করেছে নৌবাহিনীর।
নৌবাহিনীর এক সূত্র থেকে জানা যায়, গতকাল বুধবার দুপুর পৌণে ১টার দিকে নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজারে কালা মনির একজন আড়ং ব্যবসায়ীর সাথে গন্ডগোল সৃষ্টি করে চাঁদা দাবী করে। আড়ৎ ব্যবসায়ী তখন উপায় না দেখে ফোন কলের মাধ্যমে নৌবাহিনীর কাছে সাহায্য চায়।
পরবর্তীতে লেঃ মুস্তাদি-উল-ইসলাম, (এক্স) বিএন (পিনং ৩৬০৬) এর নেতৃত্ব টহল দল পরিস্থিতি স্বাভাবিক করতে উক্ত এলাকায় গমন করে এবং নৌবাহিনী টহল দল চাঁদাবাজ কালা মনিরকে আটক করে। অতঃপর পৌণে ২টার সময় আটক কালা মনিরকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য আটক কালা মনিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের আরও ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।
আরও খবর...