আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা): কুমিল্লার হোমনার তিতাসের শাখা নদীতে খেয়া নৌকা ডুবে ২ জন নিহত হয়েছে । নিহতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছা ও গোলাম মোস্তফার মেয়ে। তাদের উভয়ের নাম সামিয়া আক্তার (১২) এবং কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। সোমবার বিকেল ৪ টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার সময় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কানাই শাহ্ নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্কুল ছুটির পর ছাত্রীরা রামকৃষ্ণপুর কানাই শাহ্ নদীর ঘাটে অন্যান্য লোকজনের সাথে খেয়া নৌকায় উঠে । মাঝ নদীতে যাওয়ার পর বালু বাহী (জাহাজ) নৌকার ঢেউয়ে খেয়া নৌকা ডুবে যায়। এতে অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে নদী পারাপার হলেও দুইজন ছাত্রী নৌকা ডুবে নিখোঁজ হয় এবং একজন ছাত্রী আহত হয়। ডুবে যাওয়া ছাত্রী একজন উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আরেকজন ছাত্রী খোঁজাখুঁজির ১ ঘন্টা পর মৃত উদ্ধার করে।
কামালস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও খবর...