অরবিন্দ রায় : নরসিংদী কারাগার থেকে পালানো আরেক জঙ্গি জুয়েল ভূইয়া (২৭) গাজীপুর কাপাসিয়া থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।গ্রেফতারকৃত জুয়েল ভূইয়া নরসিংদীর শিবপুরের কাজীচর এলাকার আবুল ভূঁইয়ার ছেলে। নরসিংদী জেলা কারাগার থোকো পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে ৪ জন গ্রেফতার হলেন। গ্রেফতারকৃত ৩ জন হলেন ফারুক আহম্মেদ, সিটিটিসির হাতে গ্রেফতার খাদিজা পারভীন ও ইসরাত জাহান।নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ জন কয়েদির মধ্যে ৯ জন জঙ্গি ছিল।
কারাগার থেকে লুট হওয়া ৮৫ টি রাইফেলের মধ্যে ৩৯ টি এবং ৮ হাজার ১৫ টি গুলির মধ্যে এক হাজার ৬৭ টি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানা যায়।