ব্রাহ্মণবাড়ীয়া, নবীনগর উপজেলা রসুল্লাবাদ বাজারে আজ ২২ মার্চ বিকেল ৪ ঘটিকায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইসলামী ব্যাংক শাখার চার বছরে পদার্পন ও এটিএম বুথ এর শুভ উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর ইসলামী ব্যাংক শাখা ম্যানেজার আজাদ আল শাহাদাৎ এর সভাপতিতে, ও রসুল্লাবাদ ইসলামী এজেন্ট ব্যাংক শাখারা সত্বাদিকারী খন্দকার আব্দুল কাদির এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব গিয়াস উদ্দিন মাষ্টার,সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি, জনাব দেলোয়ার মাষ্টার, শিক্ষক,রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়। ফোরকান উদ্দিন মাষ্টার, জনাব মুসলে উদ্দিন মুসেন, সাতমোড়া ইসলামী ব্যাংকের সত্বাদিকারী,
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাধারন গ্রাহকেরা বলেন রসুল্লাবাদ বাজার ইসলামী ব্যাংক এজেন্টা শাখা চালু হবার পর থেকে অত্র এলাকা সহ আশেপাশের গ্রামের খুব সহজে ব্যাংক সেবা গ্রহন করতে পারছে,
এখন এটিএম বুথ আসার ফলে সাধারন গ্রাহকরা যখন তখন এটিএম বুথের মাধ্যমে তারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে এতে করে সকল গ্রাহকরা খুশি ও উচ্চাসিত, এবং অত্র ব্যাংকের এটিএম বুথ থেকে বাংলাদেশের যেকোনো ব্যাংকের এটিএম কার্ড এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে।
এছাড়াও ইসলামী ব্যাংক এজেন্ট রসুল্লাবাদ শাখা কুমিল্লা জুনে এজেন্ট ব্যাংকিং খাতে ২০১৯ ও২০ সালে পর পর দুই বার একাউন্ট ওপেনিং এ দ্বিতীয় স্থান অর্জন ও সম্মাননা ক্রেস পেয়েছেন।
Leave a Reply