আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিহত সুশান্ত সরকারের অসহায় পরিবারকে দুই মাসের বাজার, পরিবারের সকল সদস্যের জন্য কাপড় ও আর্থিক সহযোগিতা করেন শ্যামগ্ৰাম ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি ও শ্যামগ্ৰাম বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক ।এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক কৃষি কর্মকর্তা আশকর আলী, সত্যজিৎ দেব এর সঞ্চালণায় বক্তব্য রাখেন শ্যামগ্ৰাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, শ্যামগ্ৰাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ শিক্ষক মোঃ আরমান আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাজাহান, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন,মহিলা ইউপি সদস্য হালিমা আক্তার হেপি, ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি ও শ্যামগ্ৰাম বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আক্তার হোসেন, ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন আলম, ইউপি সদস্য রঞ্জন দেবনাথ মহিলা ইউপি সদস্য মনিরা বেগম, সমাজ সেবক মোঃ দুলাল মিয়া,সমাজ সেবক মোঃ রাজা বাবুল, শফিকুল ইসলাম শফিক সমর্থক গোষ্ঠীর সকল নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।বক্তারা বলেন প্রায় ১১ দিন হয়ে গেল এখনো সুশান্ত সরকার হত্যার খুনীদের একজন আসামি ও গ্রেপ্তারের করতে পারেনি নবীনগর থানা পুলিশ। আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক । শফিকুল ইসলাম শফিক বলেন আমি যত দিন বেঁচে আছি নিহত সুশান্ত সরকারের পরিবারের দেখা শুনা করে যাব ইনশাআল্লাহ আর নবীনগর প্রশাসনের কাছে অনুরোধ করছি অতি দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।