মশি উদ দৌলা রুবেল: নবীকে নিয়ে কটুক্তি করায় ফেনীর কাঁচা সবজির আড়াতে বাদল নামের একজনকে গণধোলাই দিয়েছে সাধারণ জনতা।মঙ্গলবার (১৪ মে) আনুমানিক দুপুরের সময় ফেনীর কাঁচা সবজির আডতে এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার বাদল হারুন সওদাগরের কাঁচা সবজির আডতে হিসাব রক্ষক হিসেবে কাজ করতেন।
খোঁজ নিয়ে জানা যায় দুপুরের দিকে কাঁচা সবজির আড়তে লেবারদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে বাদল রাসূল (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আশেপাশে থাকা সাধারণ জনতা পরে সকলে মিলে বাদল কে গণধোলাই দিতে থাকলে আডতের মালিক পুলিশের জরুরি সেবার নাম্বার ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জনতার হাত থেকে বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।আহত বাদল ফেনী পৌর এলাকার ১ নং ওয়ার্ড মাষ্টার পাড়ার মৃত:নগেন্দ্র দেব নাথের ছেলে।
এদিকে গণধোলাই এর শিকার বাদল নিজেকে নির্দোষ দাবি করে বলেন,তিনি রাসূল (সা:) কে নিয়ে কোন কুরুচিপূর্ণ মন্তব্য করেননি।পূর্ব শত্রুতার জেরে তাকে টার্গেট করে তার উপর হামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী জানান,বাদল নামের একজনকে জনতার হাত থেকে উদ্বার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।বর্তমানে পুলিশি হেফাজতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।