নওগাঁর শৈলগাছী ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় ও আলোচনা সভা
সর্বশেষ পরিমার্জন:
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
১৪
বার পঠিত
»»»»» »»»»»
মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ : নওগাঁ সদর থানার অন্তর্গত ১২নং শৈলগাছী ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শৈলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ ফায়সাল আজম (ওলি)। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ সদর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ রুহুল আমিন (রুহুল)।
বিকাল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত পর্যন্ত একটানা ২ ঘন্টা সভার কার্যক্রম চলে। সভায় ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত মঞ্চে বক্তব্য রাখেন শৈলগাছী ইউনিয়ন বিএনপি নেতা আত্তাব হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে সামনের দিকে সুসংগঠিত হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত বক্তব্য প্রদান করেন শৈলগাছী ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার মোসলেম হোসেন।
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন শৈলগাছী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন প্রামানিক এবং শৈলগাছী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন শৈলগাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দীন সরদার। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আল আমিন হোসেন পুশকিন। ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সভার সভাপতি ও সঞ্চালক সহ আরো অনেকেই। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তুহিন, মোঃ জিসান শাহরিয়ার, আরিফ, কুরবান, মারুফ, শাকিল, রাহিম, নবাব, ইউসুফ সহ প্রমুখ। সভা শেষে উপস্থিত ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।