এতদ্বারা জনসাধারণকে জানানো যাচ্ছে যে, এই ব্যক্তির নাম মোঃ রাসেল।পিতার নাম লুৎফর শেখ। সাং, কামালনগর দক্ষিণপাড়া। থানা ও জেলা সাতক্ষীরা। সে একজন পেশাদার চোর। সে প্রায়ই বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন মালামাল চুরি করে।
গত ১২/৫/২০২৪ তারিখে আমার বাসায় চুরি করতে আসলে চোরের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায় পরে আমি ঘুম থেকে উঠলে সে তড়িঘড়ি করে বাথরুমের পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায়।
একে ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে।
ভুক্তভোগী হাফিজুল ইসলাম।
মোবাইলঃ০১৭৮৫০-৭৬০৬০