রাজু আহমেদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দৌলতদিয়া কেন্দ্রীয় টার্মিনালে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খালেক বেপারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিন সরদারের সঞ্চালনায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. মুক্তার হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, সদস্য আবজাল বেপারী, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, উপজেলা যুব দলের সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু সাইদ মন্ডল, পৌর যুব দলের সদস্য সচিব কামরুজ্জান কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার সহ উপজেলা, পৌর ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এ-সময় বক্তারা বলেন, দেশের এই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিরত রেখে এই অর্থ দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে বিতরণ করা হবে। সেই আলোকে আজ আমরা দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রাণ সংগ্রহের কাজ শুরু করেছি। বিএনপি মা-মাটি ও দেশের জন্য সবসময় কাজ করা একটি সংগঠন। বিএনপি সবসময় দেশ ও দেশের জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।