দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সুদমুক্ত ঋন, হুইল চেয়ার এবং অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুদমুক্ত ঋনের চেক, হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম প্রমুখ।
এসময় ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, সুদমুক্ত ঋনের চেক এবং ৫০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।