মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্কের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক কান্ট্রি ডিরেক্টর শাহনাজ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।
এছাড়াও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মো. হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শশাঙ্ক বরণ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মুফতি মো: শামসুদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র সূত্রধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার ও শিক্ষার্থী নাফিজ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের সংগঠনের নেতা ও স্কুল-কলেজ শিক্ষার্থীবৃন্দ।
পরে প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপিকে সন্মাননা স্মারক (ক্রেস্ট ) প্রদান করেন।