সাহিম রেজা, স্টাফ রিপোর্টার: তালাকের অপমান সহ্য করতে না পেরে গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের এক কিশোরী ইঁদুর মারা গ্যাস নিরাময় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। নিহত কিশোরীর নাম শিলা আক্তার (১৬)।
বুধবার (২৯ মার্চ) সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রজব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোর এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী হলেন, কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিলা আক্তার।
স্থানীয়রা জানান, পারিবারিকভাবে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আপেল মাহমুদের সঙ্গে শিলা আক্তারের বিয়ে হয়। কম বয়সে বিবাহের ফলে সংসারে বিভিন্ন কাজকর্ম নিয়ে স্বামীর সংসারে শিলার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলতো। এ অবস্থায় গত তিন মাস আগে শিলাকে তালাক দেয় আপেল। তালাকের পর থেকে বাবার বাড়িতে থাকতেন শিলা। কিন্তু শিলা তার তালাক মেনে নিতে পারছিল না। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। এসব মানসিক চাপের কারণে বুধবার ভোর রাতে ইঁদুর মারা গ্যাস নিরাময় ট্যাবলেট খেয়ে বাড়ির লোকজনের অগোচরে নিজ ঘরে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাজু সরকার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে শিলা আক্তারের মৃত্যুর বিষয় উল্লেখ করে তদন্তপূর্বক মরদেহ দাফনের অনুমতি চেয়ে থানায় একটি লিখিত আবেদন করেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply