জোবায়ের হোসেন খান, তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ভূমি অফিসে নামজারী(খারিজ) নিয়ে সাধারণ মানুষের হয়রানির যেন শেষ নেই। সারাদেশে অনলাইনে নামজারী চালু করার পর নিস্পত্তির হার বেড়েছে অনেক। অনেক ভূমি অফিসে নামজারী আবেদন ৭ দিন বা তার চেয়েও অনেক কম সময়ে নিস্পত্তি করে থাকে। সেক্ষেত্রে তাড়াইল উপজেলা ভূমি অফিস নামজারী আবেদন নিস্পত্তির জন্য সরকারের বেধে দেওয়া ২৮ দিনের স্থলে সময় নেয় গড়ে ৫১ দিন। কিশোরগঞ্জ জেলার আর কোন উপজেলায় নামজারী আবেদন নিস্পত্তি করতে এত বেশী সময় লাগে না। এদিক থেকে ধীর গতিতে নামজারী আবেদন নিস্পত্তি করাকে মালগাড়ির সাথে তুলনা করা যায়। তাড়াইল উপজেলার পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জে বিগত এক মাসের জরীপে দেখা যায় এর উল্টো চিত্র। সেখানে গড়ে ১৭ দিনে নামজারী আবেদন নিস্পত্তি করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় যে, নামজারীর আবেদন এসিল্যান্ড এর নিকট করা হলে ২/৩ দিন এর মধ্যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট পাঠানো হয় সেখানে ৮/২১ দিন সময় নেয়। নাজির প্রতিবেদনের জন্য ২/৩ দিন সময় নেয়। সার্ভেয়ার ২/৩ সময় নেয়। আবার এসিল্যান্ড নির্ধারিত তারিখে শুনানি করলেও তা নিস্পত্তির জন্য ১০/২০ দিন সময় নেয়। এ পরিসংখ্যান থেকে দেখা যায় যে শুধু এসিল্যান্ড প্রায় ১৫/২৫ দিন সময় নিয়ে থাকে। আবার কোন কোন ক্ষেত্রে এর চেয়েও অনেক বেশী সময় নিয়ে থাকে।