জোবায়ের হোসেন খান: কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় তিন মাস যাবত উপজেলা সমাজসেবা কর্মকর্তা নেই। কিশোরগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আল-আমিন তাড়াইল সমাজসেবা কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান সরকার তাড়াইল উপজেলায় প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা শতভাগ বাস্তবায়ন করেছে। নতুন ভাতার আওতায় আশা সকলকে ভাতা বই প্রদানের কার্যক্রম চলমান।
তাছাড়াও উপজেলা সমাজসেবা অফিস মুক্তি যোদ্ধা ভাতাসহ সকল সামাজিক সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছে। বর্তমানে উপজেলায় নিয়মিত কোন সমাজসেবা কর্মকর্তা না থাকায় অফিসের কার্যক্রম স্থবির হয়ে গিয়েছে। কিশোরগঞ্জ সদর ও তাড়াইল উপজেলায় একজন কর্মকর্তা থাকায় একই উপজেলায় প্রতিদিন অফিসারের থাকা সম্ভবপর হচ্ছে না। যার ফলে দুই উপজেলার সেবা প্রত্যাশীরা রয়েছে চরম ভোগান্তিতে। তাড়াইল উপজেলার সেবা প্রত্যাশীদের একটাই দাবী তাড়াইলে একজন নিয়মিত সমাজসেবা অফিসার পোস্টিং এর মাধ্যমে সমাজসেবা অফিস কে গতিশীল করা।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, অফিসার পেলেই পোস্টিং দেওয়া হবে। তাড়াইলে সেবা গ্রহীতাদের হয়রানির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।