ভ্রাম্যমাণ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আধারে সিধঁ কেটে ঘর থেকে দুই মাস বয়সী শিশুকে চুরি করে নিয়ে গেছে।
জানা যায় , রবিবার রাতে তাড়াইল উপজেলার শাহবাগ পাচ পাড়া গ্রামে সাদ্দাম হোসেন ও সানজিদার ছেলে জোনায়েদ কে বা কাহারা রাতের আধারে বসত ঘরে সিধঁ কেটে নিয়ে যায়।
রবিবার রাত আনুমানিক ৩.৩০ মিনিটে জোনায়েদকে দুধ খাওয়ানোর জন্য মা ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠে বাচ্চাকে না পেয়ে প্রথমে মা আশেপাশে খুজতে থাকে তখন দেখতে পায় ঘরে সিধঁ কাটা। তখন সানজিদার ডাক চিৎকারে আত্নীয় স্বজন ও এলাকার লোকজন এসে জড়ো হয়। সকলে মিলে সারা রাতভর অনেক খোজাখুজি করেও শিশু জোনায়েদকে না পেয়ে সকালে তাড়াইল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।
তাড়াইল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বাহালুল জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এর ভিত্তিতে কার্যক্রম চালাচ্ছি।
জোনায়েদ মা জানায়, জোনায়েদ এর বাবা ব্যবসার কাজে চট্টগ্রাম থাকেন। তিনি বেশ কিছুদিন যাবত জোনায়েদ এর নানার বাড়িতে আছেন। শিশু জোনায়েদকে উদ্ধারের জন্য তিনি সকলের সহায়তা চান।
n/v