সিনি স্টাফ রিপোর্টার : কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করার সময় যুবদলের ৭ নেতাকর্মীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে যুবদল কর্মী মাহবুব ও রবি উরফে রাব্বীর নাম প্রকাশ করেছে পুলিশ। বাকীদের নাম পুলিশ প্রকাশ করেনি। জানা যায়, কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে টঙ্গীর চেরাগআলী এলাকায় মিছিল বের করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন যুবদল কর্মীকে আটক করে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, মিছিলের চেষ্টা করায় যুবদলের সাতজনকে আটক করা হয়েছে। ## মৃণাল চৌধুরী সৈকত তাং-১৬/০৭/২০২৪ইং