মৃণাল চৌধুরী সৈকত : টঙ্গীতে নুসরাত নামের ৪ বছরের শিশু কন্যাকে ডোবার পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর চাচা মনির হোসেনের (১৫) বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। পুলিশ হত্যাকারীকে ধরে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের জালাল ভুঁইয়ার ছেলে। নিহত নুসরাত তার আপন বড় ভাইয়ের ছোট মেয়ে। তারা একসাথে টঙ্গীর মরকুন কুদ্দুছ খলিফা রোডের জনৈক জাকির হোসেন মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।
এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্ত্রী কন্যা ও ছোটভাইসহ ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন নিহতের বাবা নবীন হোসেন। গত (১৪ সেপ্টেম্বর) রাতে ছোট ভাই মনিরকে দোকানে বসিয়ে ঔষধ কিনতে যান তিনি নবীন। এসময় দোকানে উপস্থিত ছিলেন তার ছোট মেয়ে নুসরাত। পরে ঔষধ কিনে দোকানে এসে মেয়েকে দেখতে না পেয়ে ছোট ভাই মনিরের কাছে জানতে পারেন মেয়ে বাসায় চলে গেছে। পরবর্তীতে বাসায় মেয়েকে না পেয়ে দোকানের আশেপাশে খোঁজাখুঁজি করেন তিনি। এক পর্যায়ে সিসি টিভি ক্যামেরা ফুটেজ চেক করে দেখেন তার ছোট ভাই শিশু নুসরাতকে নিয়ে দোকান থেকে বের হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মনিরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেন নিহতের স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামির স্বীকারোক্তি মতে বাসার পার্শ্ববর্তী একটি ডোবা থেকে শিশু নুসরাতের লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা জানা যায়নে তবে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রিমান্ডের আবেদন করে হত্যাকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।