ফজলুল কবির গামা, ঝিনাইদহ : শোকাবহ আগস্টে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ সদর ০২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল এমপির নেতৃত্বে ঝিনাইদহের সবকটি উপজেলা ও পৌর ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে ঝিনাইদহ সদর এমপি অফিস প্রাঙ্গণ থেকে বিশাল শোক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক সহ মুজিব চত্বর প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন, জেলা যুবলীগ নেতা আশফাক মাহামুদ জন। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রশিদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রাশেদুর রহমান রাসেল, জেলা ছাএলীগের সভাপতি সজীব হোসেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি তবীবুর রহমান লাবু, পাগলা কানাই ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ সহ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল তার বক্তব্যে দেশের এ ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও স্বাধীনতা বিরোধী জামাত-শিবির সহ সকল অপশক্তিকে রুখে দিতে আওয়ামী লীগ সহ সকল অংগ সংগঠনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে আগস্ট মাসের ইতিহাস তুলে ধরে বলেন, শোকের মাস আগস্ট মাস। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালি জাতির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
জাতির জনক চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বমানচিএে একটি উন্নয়নশীল রাষ্ট্র ও মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আরও খবর...