মোঃ সাকিবুল ইসলাম লাবু, ঝিনাইদহ প্রতিনিধি: সোমবার মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মাননীয় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ ১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল হাই এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিকুর রহমান বিপিএম পিপিএম( বার ) পুলিশ সুপার ঝিনাইদহ, উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব মোঃ কাইয়ুম শাহরিয়ার হিজল, উপস্থিত ছিলেন মো: ইয়ারুল ইসলাম উপ পরিচালক স্থানীয় সরকার ঝিনাইদহ, সাদিয়া জেরিন সদর উপজেলা নির্বাহী অফিসার এছাড়াও আরো উপস্থিত ছিলেন অনান্য আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ মালিক শ্রমিক ইউনিয়নের নেত্রীবৃন্দ।
আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত অতিথিদের স্বাগত বক্তব্য শেষে প্রধান অতিথি, ও জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন তহবিল হলে নিহত সদস্য হাসেম আলী এবং তফসের আলীর পরিবারের সদস্যদের হাতে এককালীন ৯০ হাজার করে অর্থ প্রদান করা হয়।