এনামুল হক জুয়েল, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার নবাগত উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের সাথে স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সারাদিন ব্যাপী বিরামহীন ভাবে একের পর এক সংগঠনের সাথে চলে এই আয়োজন। সকলের উদ্দেশ্যে নবাগত উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার বলেন, আমি আপনাদের এখানের পদে নতুন। আমাকে আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের সেবায় অগ্রসর হতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার আমির অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম, অর্থ সম্পাদক শেখ আব্দুল রকিম, পৌর আমির অধ্যাপক মশিউর রহমান, জেলা ও উপজেলার সূরা সদস্য আবিদুর রহমান, শরিফুল ইসলাম, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উলাসী সৃজনী সংঘ (ইউ প্রকল্প) এর উপজেলা ফিল্ড কোর্ডিনেইটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিব আহমেদ জীবন, আসলাম উদ্দীন রবিন, মারুফ হোসেন, মাহমুদ হাসান, আখি খাতুন, তৌহিদুজ্জামান বাপ্পী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ আরও অনেকে।উল্লেখ্য, তিনি ২০১৭সালে জয়পুরহাটের সহকারী কমিশনার, ২০১৯সালে ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ২০২২সালে ৩মাসের জন্য চুয়াডাঙ্গা জেলার আরডিসি, একই সালের শেষের দিকে বিভাগীয় কমিশনানের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং ১০সেপ্টেম্বর ২০২৪ হতে ঝিকরগাছার নবাগত উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেছেন।