মোঃ রেজাউল হক রহমত,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাংবাদিক হেদায়েত উল্লাহ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও সাংবাদিক সঞ্জয় শীল শ্রী শ্রী গীতা থেকে শ্লোক পাঠের মাধ্যমে মতবিনিময় সভাটি শুরু হয়েছে।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, কৃষক দলের আহবায়ক মোবারক হোসেন দুলু, উপজেলা বিএনপির মহিলা বিএনপির আহবায়ক প্রফেসর লায়লা ইসলাম, দেলোয়ার হোসেন সোহেলসহ অন্যান্যরা।
এডভোকেট এম এ মান্নান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়াসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন বিষয় উল্লেখ করে দেশের জনগনের কল্যানে কাজ করার কথা জানান। এ সময় উপজেলার প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।