শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: ২০২২ সালে শামসুল নামের এক স্থানীয় আওয়ামিলীগ নেতার সহযোগিতায় ভাতিজার জমি দখলে নিয়েছে চাচা শহর আলী। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। মামলা নং- ৪২৯/২০২২। বর্তমানে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কেওয়া গ্রামের ঘটনা এটি। ওই এলাকার মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি দৈনিক নাগরিক ভাবনা পত্রিকাকে বিষয়টি জানান।
তিনি জানান, আমার ‘মা’ আলিমন নেছা খরিদ সূত্রে এ জমির মালিক। সেই জমিতে থাকা ১০ সেপ্টেম্বর রাতে সন্ত্রাস বাহিনীর সহযোগীতসয় রোপিত বড় বড় বনজ ও ফলজ গাছ কেটে নিয়ে গেছে চাচা শহর আলী। এরপর ওই জমিতে করা হয়েছে বাউন্ডারি। আর এর নেতৃত্ব দিয়েছে আসাদ নামের স্থানীয় এক ব্যক্তি।
তবে এ বিষয়ে অস্বীকার করে আসাদ বলেন, আমি কোন নেতা না, ওরা দুই পক্ষই আমার আত্মীয় হয়। শুধু শুধু আমার দোষ দিচ্ছে। ভুক্তভোগী বলেন, আমি জামায়াত করার কারণে কিছু করতে পারি নাই। মামলা নিয়ে আমাকে হয়রানি করছে। এখন আইনের কাছে সঠিক বিচার চেয়ে শ্রীপুর থানা ও সেনাবাহিনীর বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি। এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে কথা হয় শহর আলীর সাথে। তিনি বলেন, আমি কারোর জমি দখল করছি না, এগুলো আমার দাদার সম্পত্তি। এসব বিষয়ে এলাকায় বহুবার বসা হয়েছে। আমার ভাই-ভাতিজারা অহেতুক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আরও খবর...