মশি উদ দৌলা রুবেল: ছাগলনাইয়া বাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
সভাপতিত্ব করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও শহর ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি এম মোস্তফা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক ও ছাগলনাইয়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি ফরিদ উদ্দিন পাটোয়ারী।অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর ব্যাবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক।
এতে ছাগলনাইয়া বাজারের ছোট বড় সকল সমিতিকে একই সংগঠন এর অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়।কমিটির সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সর্বস্তরের ব্যাবসায়িবৃন্দ।এই সমিতির মাধ্যমে ছাগলনাইয়া বাজারের ব্যাবসায়িদের মধ্যে নতুন ঐক্য সৃষ্টি হলো।