ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক ৩০ থান ভারতীয় ব্লেজার ও স্যুটের কাপড় সহ ০২ জন আসামী গ্রেফতার এবং কোর্টে প্রেরণ।
ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান মহোদয়ের দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল জনাব মোঃ মাহমুদুল হাসান মামুন মহোদয় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কাজী মোঃ রফিক আহম্মেদ এর সার্বিক সহযোগিতায় এসআই আকতার হোসেন, এএসআই সুলতান মাহবুব, এএসআই নিজাম উদ্দিন, এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া করিয়া গ্রেফতার করা হয়। তাহাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হইয়াছে।
নিয়মিত মামলার আসামী-১. আবুল কালাম(২২), পিতা-আবুল কাশেম, মাতা-জাহানারা বেগম ,স্থায়ী: গ্রাম- কৈয়ারা (আদর্শগ্রাম, দিঘীর পাড়) , উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা -ফেনী, বাংলাদেশ ২. আবুল খায়ের(৬০), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-মৃত ফয়জুন্নেসা ,স্থায়ী: গ্রাম- কৈয়ারা (আবুল খায়ের মিয়ার বাড়ী) , উপজেলা/থানা- ছাগলনাইয়া, জেলা -ফেনী’দ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply