মশি উদ দৌলা রুবেল : ছাগলনাইয়ায় গরিব অসহায় ও দুস্থ রোজাদার মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদারের ব্যক্তিগত উদ্যোগে শনিবার ১৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ছাগলনাইয়া শাখার সহসভাপতি ফয়েজ আহমদ ছুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম ফারুক, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি শহিদ উল্যাহ ভুঁইয়া, সাংবাদিক নুরুজ্জামান সুমন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ছাগলনাইয়া শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।