মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী): গত (৫ আগস্ট) সরকার পতনের পর বৈষম্যবিরোধী এক আনন্দ মিশিল বের করে ছাত্র জনতা। মিছিল কারীরা সোমবার বিকেল চাটখিল থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, অস্ত্র, গোলাবারুদ, মালামাল লুটপাট করে থানায় আগুন লাগিয়ে দেয়। এসময় পুলিশ সদস্যরা পালিয়ে নিজেদের জীবন রক্ষা করে। এঘটনার পর থেকে অদ্যবধি থানা পুলিশ কাজে যোগদান করেনি। থানা পাহারা দিচ্ছে আনসার ও সেনাবাহিনী। থানায় পুলিশের উপস্থিতি না থাকায় উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি সহ হামলার ঘটনা চলছে। এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হকের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, থানায় বসে কাজ করার মতো কোন পরিবেশ নেই, তার পরও দুই একদিনের মধ্যে আমরা কর্মস্থলে যোগদান করবো। এইদিকে থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র, গোলাবারুদ গুলো ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সেনা কর্মকর্তার কাছে হস্তান্তর করছে লুটকারিরা।
আরও খবর...